ছোট সোনা মসজিদ _চাঁপাইনবাবগঞ্জ

ছোট সোনা মসজিদ বাংলাদেশের অতি প্রাচীন মসজিদ  গুলোর মধ্যে একটি। প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এ স্থাপনাটি নির্মিত হয়েছিল যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে  অবস্থান করছে। সুলতান আলা-উদ-দীন শাহ এর শাসনামলে (১৪৯৩-১৫১৯ খ্রিষ্টাব্দে) ওয়ালি মোহাম্মদ নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। এই মসজিদটির বিশেষত্ব হলো যে, এটা সম্পূর্ন পাথর দিয়ে তৈরী। এই মসজিদটিকে বলা হতো 'গৌড়ের রত্ন'। এর বাইরের দিকে সোনালি রং এর আস্তরণ ছিল, সূর্যের আলো পড়লে এ রং সোনার মতো ঝলমল করত। পুরো মসজিদের অলংকরণে মূলত পাথর, ইট, টেরাকোটা ও টাইল ব্যবহার করা হয়েছে। এদের মাঝে পাথর খোদাই এর কাজই বেশি। মসজিদের সম্মুখভাগ, বুরুজসমূহ, দরজা প্রভৃতি অংশে পাথরের উপর অত্যন্ত মিহি কাজ রয়েছে, যেখানে লতাপাতা, গোলাপ ফুল, ঝুলন্ত শিকল, ঘণ্টা ইত্যাদি খোদাই করা আছে।

আমাদের পুরাতন ২০ টাকার নোটে আমরা এই মসজিদটির ছবি দেখতে পেতাম। ১৯৬৩ সালে পাকিস্তান সরকার ১ টাকা এবং দুই টাকা মুল্যের ডাক স্ট্যাম্প বের করে যেটি ছিল ছোট সোনা মসজিদ এর সদর দরজার অনুপম কারুকার্য নিয়ে। 

যেভাবে যাবেন, ঢাকা হতে সড়ক অথবা রেলপথে দুই ভাবেই যেতে পারেন। রেলপথে যেতে স্টেশন থেকে সকাল ৬.৩২ ট্রেন ধুমকেতু এক্সপ্রেসে  চড়ে রাজশাহী যেতে হয়।  রাজশাহী পর্যন্ত ট্রেণের ভাড়া পড়বে ৩৪০ টাকা। দুপুর ১২.৫০ রাজশাহী পৌঁছায় তারপর ওখান থেকে চাঁপাইনবাবগঞ্জের বাসে ৯০ টাকা ভাড়ায় ছোট সোনা স্থল বন্দর পর্যন্ত যায় ওখানকার বাসগুলো। তবে স্থলবন্দর পর্যন্ত আপনাকে যেতে হবে না তার কিছু আগেই মেইন সড়কের পাশে এটি অবস্থিত ওখানে গাড়ি থেকে নেমে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন ছোট সোনা মসজিদ।

 

কৃতজ্ঞতা প্রকাশঃ  স্থির চিত্র ধারণ  “রুবাইয়াত”,  তথ্য সংগ্রহ “উইকিপিডিয়া”



ছোট সোনা মসজিদ ভবনের পাশ থেকে ছবি


দূর থেকে ছোট সোনা মসজিদ



পুরনো বিশ টাকার নোটে ছোট সোনা মসজিদ



পাকিস্তান আমলের বাংলাদেশি এক এবং দুই টাকার স্ট্যাম্প




মসজিদের পাশের দেয়ালের কারুকাজ



মসজিদে প্রবেশ পথের গেট







মসজিদের পাশে থাকা কিছু কবর



মসজিদের ভিতর থেকে গম্বুজের ছবি






ছোট সোনা মসজিদ


1 comment:

  1. অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ইনফরমেশন শেয়ার করার জন্য।।

    ReplyDelete

Portfolio Of Interior Architecture

অভ্যন্তরীণ আর্কিটেকচারের পোর্টফোলিও আমি সাকিব ইসমাইল  পেশায় একজন ইন্টেরিয়র আর্কিটেক্ট। ২০১৩ সালে SMUCT ইউনিভার্সিটি থেকে আমি আমার গ্রাজুয...

Theme images by chuwy. Powered by Blogger.