Khulna Roof Garden
খুলনার ছাদ বাগান
আমার জন্ম খুলনাতেই। ছোটবেলা থেকে আমার মাকে দেখেছি সে খুব গাছ ভালোবাসে। আমাদের বাসার ছাদে প্রচুর কাজ ছিল একসময়। ছোটবেলায় দেখেছি কিন্তু সময়ের সাথে সাথে আমার মায়ের বয়স বাড়ার পর ছাদে গিয়ে আর গাছের পরিচর্যা নেওয়া সুযোগ ছিল না। তাই আমাদের ছাদের গাছগুলো সব মরে যায়। আমাদের ছাদে অনেক কবুতর ও ছিল। যাইহোক সেই দিনগুলো এখনো অনেক মনে পড়ে।আর ওখান থেকে আমি অনুপ্রাণিত হয়েছি ছাদে বাগান করার জন্য। আমার মনে হয়েছে ছাদে আবার একটা বাগান করা দরকার তাই অল্প করে শুরু করেছিলাম। সামান্য কিছু ফুল গাছ দিয়ে। আস্তে আস্তে দেখি আমার বাগানটাকে সবাই পছন্দ করছে, এবং গাছগুলোতে যখন ফুল হলো তখন বাগানের প্রতি ভালোবাসা জন্মালো। আর গাছের পরিমাণ বাড়তে লাগলো এখন আমার বাগানে অনেক গাছ। তাদের মধ্যে বেশ কিছু ফুলগাছ যেমন গোলাপ দুই ধরনের, বেলি ফুল, মোরগ ফুল, শিউলি ফুল, টাইম ফুল, নীলকন্ঠ ও দুই ধরনের গন্ধরাজ আছে। বেশ কিছু সবজি গাছ আছে যেমন টমেটো ,সিম, লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, করোল্লা, ব্রাক্ষী শাক। ওষুধি গাছের মধ্যে আছে ঘৃতকুমারী, তুলসী, কালো মেঘের পাতা, তেজপাতা ইত্যাদি। বেশ কিছু ফল গাছ আছে কমলা, কাগজি লেবু, কামরাঙ্গা, রয়েল, জলপাই, সফেদা, ড্রাগন ফল টমেটো ইত্যাদি। এ ছাড়াও আরও বেশ কিছু গাছ আছে যা হলো ছোট বাঁশ গাছ, কিছু পাতাবাহার গাছ, আমরেলা ট্রি, পয়সা পাতা, চুইঝাল গাছ মেহেদি গাছ নাইট কুইন ইত্যাদি। এ সবকিছুই আমার মায়ের কারণে সম্ভব হয়েছে সে এখন মাঝেমধ্যে ছাদে যায় গাছের পরিচর্যা করে। তাছাড়া সারাক্ষণ ইউটিউবে ছাদ বাগান সম্পর্কে ভিডিও দেখে এবং তা এপ্লাই করে। এই তো ভালোই কাটছে সবকিছু ভুলিয়ে সবাই দোয়া করবেন আমার ছাদ বাগান টার জন্য।

No comments