Pillion experience

 পিলিয়ন অভিজ্ঞতা

আমার কাছে মনে হয় প্রতিটা মেয়েরই বাইকে করে ঘোড়া খুব পছন্দের আমিও তার ব্যতিক্রম নই। বাইকে করে টুর দেওয়ার সময় মনটা খুবই সতস্ফুর্ত থাকে। কারণ চারপাশের প্রাকৃতিক পরিবেশ দেখে রাইড দেওয়ার সময় গতির সাথে বাতাস এসে যখন লাগে তখন মনটা পুরো আনন্দে ভরে যায় আর নিজেকে অনেক স্বাধীন মনে হয়। বাইক রাইড দিয়ে টুর দিলে চাইলিই যেকোনো সময়, যেকোনো জায়গায় যাওয়া যায় এবং দাঁড়ানো যায় এতে করে চলার পথে আঞ্চলিক মানুষ জনের সাথে ভালো একটা কমিউনিকেট করা যায়। অফরোড হোক আর অনরোড যাই হোক না কেন বাইক সব সময় সব রোড থেকে চলতে পারে এবং খুব অল্প সময়ে যেকোনো স্থানে পৌঁছানো সম্ভব এই কারণে বাইকে টুর দেওয়ার মজাটাই একটু বেশি। বাইকে টুর দিলে ধুলাবালি ও এক্সিডেন্টের ভয় বেশি থাকে। কিন্তু তারপরও আমার কাছে মনে হয় সঠিক সেফটি ড্রেস আপ আর একটু সচেতন ভাবে ড্রাইভ করলে যেকোনো জায়গায় বাইকে টুর দিয়ে আসা সম্ভব। আমি মনে করি বাইক রাইড করেই যে শুধু রাইড উপভোগ করা যায় এটা সঠিক নয় কারণ আমি বাইক রাইড দিতে পারিনা কিন্তু পিলিয়ন হিসেবে বাইকে রাইড দিয়েও আমি অনেকটা আনন্দ পাই যা হয়ত একজন  রাইডার ও পায় না।।।



No comments

Portfolio Of Interior Architecture

অভ্যন্তরীণ আর্কিটেকচারের পোর্টফোলিও আমি সাকিব ইসমাইল  পেশায় একজন ইন্টেরিয়র আর্কিটেক্ট। ২০১৩ সালে SMUCT ইউনিভার্সিটি থেকে আমি আমার গ্রাজুয...

Theme images by chuwy. Powered by Blogger.