Motorcycle Long Ride Tricks
মোটরসাইকেল লং রাইড ট্রিকস
আজকাল আমাদের দেশে মোটরসাইকেল রাইডিং এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা মোটরসাইকেল দিয়ে ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করে। বর্তমানে বাংলাদেশের রাস্তাঘাটের ও অনেক উন্নয়ন হয়েছে।এই কারণে মোটরসাইকেল রাইট করা সহজ হয়ে গেছে। তাছাড়া আমাদের দেশের বাজারে অনেক সুন্দর সুন্দর মোটর সাইকেল পাওয়া যাচ্ছে। আমাদের দেশে অনেক দর্শনীয় স্থান রয়েছে যেসব দর্শনীয় স্থানগুলোতে মোটরসাইকেল নিয়ে ভ্রমণ করার আনন্দটাই অন্যরকম যা আর অন্য কোন vehicle দিয়ে সম্ভব না। যার কারণে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে।
আমিও
মোটরসাইকেল নিয়ে লং টুর দিতে ভীষণ পছন্দ করি। যারা নতুন রাইডার তাদের জন্য আমার অভিজ্ঞতা থেকে আজকে মোটরসাইকেল দিয়ে লং ট্যুর
এর গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব।
মোটরসাইকেল লং রাইডিং কি?
কোন একটা স্থানকে নির্বাচন করে সেখানে পৌঁছানোর জন্য আপনার মোটরসাইকেলকে সাথে নিয়ে মনস্তাত্বিক ও শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুতির সাথে রাইড করাকে মোটরসাইকেল লং রাইড বলা যেতে পারে।
পরিকল্পনা
লং রাইড এর ক্ষেত্রে পরিকল্পনা করা খুবই গুরুত্বপূর্ণ বলে
আমি মনে করি। একটি সঠিক পরিকল্পনা আপনার লং রাইডটাকে নিরাপদ এবং আনন্দঘন করে তুলবে।
একটি পরিকল্পনা আপনার রাইডিং শুরু হওয়ার আগেই রাইডিং এর আনন্দ ও রাইডিং এর সময়ের
অনুভূতিগুলো তৈরি করায়। যা আপনার লং ট্যুর
এর কনফিডেন্ট অনেক গুণ বাড়িয়ে দেয়।
স্থান নির্বাচন
নতুন
রাইডারদের জন্য তার ভ্রমণের সময় কাল রাস্তার কন্ডিশন সেখানকার আশেপাশের পরিবেশ পরিস্থিতি
বিবেচনা করে সহজ এবং পরিচিত স্থান নির্বাচন করাই ভালো।
রুট প্ল্যানিং
যে স্থানটি নির্বাচন করবেন সেই স্থানে পৌঁছানোর একাধিক রুট থাকলে যেটি সহজ, ভালো রাস্তা এবং নিরাপদ সেটিকেই নির্বাচন করা ভালো। আপনি যেদিন রাইট দিবেন সেইদিনের ওখানকার রোডের কন্ডিশন, ওয়েদার এবং আঞ্চলিক কোন সমস্যা আছে কিনা তা আগে থেকে স্থানীয় কারো সাথে কমিউনিকেট করে জেনে নিতে পারেন। যা আপনার লং রাইড ক্ষেত্রে বেশ উপকার হবে।
বাইক সার্ভিসিং
অবশ্যই
লং রাইড এর সপ্তাহখানেক আগে আপনার বাইকটি ভালো একজন টেকনিশিয়ান দিয়ে সার্ভিসিং করিয়ে
নিন। এটা খুবই গুরুত্বপূর্ণ
সঠিক পোশাক
লং
রাইডিং এর সময় ফুল ফেইস হেলমেট, এলবো গার্ড, নি গার্ড, রাইডিং জ্যাকেট, হ্যান্ড গ্লাভস
ও হাইনিক বুট ইত্যাদি পড়া জরুরী। এমনিতে টি-শার্ট এবং জিন্স প্যান্ট লং ড্রাইভের জন্য
ভালো। নিরাপদ লং বাইক রাইডিং এর জন্য সেফটি গার্ড ব্যবহার করা জরুরি। এটি আপনার আত্মবিশ্বাস
বাড়িয়ে দিবে।
ব্যাগ প্যাকিং
মোটরসাইকেল এর রাইডিং এর ক্ষেত্রে ব্যাকপ্যাক একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। অল্প জিনিস দিয়ে আপনার ব্যাগ টা সাজিয়ে নিতে হবে। প্রয়োজনীয় ফার্স্ট এইড সাথে রাখুন। কখনোই নিজের শরীরের সাথে কোন ধরনের ব্যাগ ক্যারি করা যাবে না। বাইকের সাথে ব্যাগ ভালো করে বেঁধে নিতে হবে যাতে করে পথে খুলে না পড়ে যায়।
বিরতি নিন এবং হাইড্রেট থাকুন
লং রাইড এর সময় দুই ঘন্টা অন্তর ৫-১০ মিনিট বিশ্রাম নিন ,প্রচুর পরিমাণে পানি পান করুন। এটি আপনার এবং মোটরসাইকেল দুই এর জন্যই ভালো।
অপ্রত্যাশিত আবহাওয়ার জন্য প্রস্তুতি
মোটরসাইকেলের রাস্তায় ব্রাইড এর সময় আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে অনেক সতর্ক থাকতে হবে। হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে আপনি এটি মোকাবেলায় প্রস্তুত কি না তা নিশ্চিত করা জরুরি। এর জন্য রেইনকোট এবং প্রয়োজনীয় রাইডিং গিয়ার সাথে রাখা আবশ্যক।
মোটরসাইকেল ভ্রমণের ক্ষেত্রে চেষ্টা করুন খুব ভোরে রওনা দিতে। কারণ ভোরে রাস্তা কিছুটা খালি থাকে ,ভোরের আবহাওয়া রাইড এর জন্য উত্তম ,তাছাড়া সকালবেলায় রাইট দিলে আপনি আপনার সকল কাজ দিনের আলোয় করে নিতে পারবেন। রাতের রাইটিং এর থেকে দিনের রাইডিং অনেক নিরাপদ ও আরামদায়ক
ভ্রমণের সময় সর্বদা প্রাণবন্ত থাকার চেষ্টা করুন। কোনরকম দুশ্চিন্তা নিয়ে বাইক রাইড করবেন না। সর্বদা সতর্ক ভাবে বাইক রাইড করুন। সকল ট্রাফিক আইন মেনে চলুন

No comments