একদিনে বাইকে সুন্দরবনের গহীনে (Bike tour in the Sundarbans)
পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। এই বনের আয়তন 10 হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশ ভারত দুই দেশের মধ্যে অবস্থান। খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনা জেলার বেশকিছু অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন। এখানে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার, অনেক প্রজাতির বৃক্ষ, মাছ, পাখি, স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ প্রাণী ও উভচর প্রাণী। তাই বাংলাদেশের পর্যটকদের ঐতিহ্যবাহী আকর্ষণীয় স্থান সুন্দরবন।
সুন্দরবনের বেশ কিছু আকর্ষণীয় স্থান রয়েছে যেখানে সড়কপথে ঘুরে আসা সম্ভব। এরমধ্যে রয়েছে করমজল, উত্তর বেদকাশী ইউনিয়ন হয়ে সুন্দরবন এবং কলাগাছিয়া ইকো ট্যুরিজম পার্ক অন্যতম।
আমি যেভাবে বাইকে করে একদিনে খুলনা থেকে সুন্দরবনের পাশে উত্তর বেদকাশি ইউনিয়ন হয়ে সুন্দরবনের গহীনে ঘুরে এসেছি সেই অভিজ্ঞতা বর্ণনা করছি।
অনেকদিন থেকে প্ল্যান করছিলাম খুলনার সব বন্ধুরা একসাথে ডে লং একটা বাইক টুর দিব এবং সবাই মিলে ঠিক করলাম উত্তর বেদকাশী হয়ে সুন্দরবন যাব। পুরো দিনেরই প্ল্যান রেডি করে ফেললাম।
প্ল্যান অনুযায়ী আমাদের রিপোর্টিং টাইম ছিল ফজরের নামাজ পড়ে আমরা একসাথে রওনা দিব। সবাই যথারীতি চলে আসলো আমরা সর্বমোট নয় জন সাতটি বাইকে রওনা দেই। এবং আমরা সুন্দরবনের পৌঁছাই ওখানে গিয়ে একটি নৌকা ভাড়া করে সুন্দরবনের গহীনে ঘুড়ি। ঘুরাঘুরি শেষ করে আমরা নদীতে গোসল করি একবার চেয়ারম্যানের বাসায় পেট ভরে খাওয়া দাওয়া শেষে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসি। একদিনের সুন্দরবন ঘুরে আসার অভিজ্ঞতা অসাধারণ ছিল। পুরো বিষয়টি জানতে হলে ভিডিওটি দেখুন-
আপনারা যেভাবে উত্তর বেদকাশী হয়ে সুন্দরবনে যাবেন:
খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে কয়রার বাসে করে কয়রায় পৌঁছাবেন এবং ওখান থেকে বাইকে অথবা সিএনজিতে উত্তর বেদকাশী বাজার পৌঁছাবেন বাজারের পাশেই লঞ্চঘাট ওখান থেকে নৌকা ভাড়া করে সুন্দরবনের ভিতরে পৌঁছে যাবেন
কলাগাছিয়া ইকো ট্যুরিজম পার্ক
কলাগাছিয়া ইকো ট্যুরিজম পার্ক সুন্দরবনের আরো একটি দর্শনীয় স্থান। খুলনার সাতক্ষীরায় সুন্দরবনের পশ্চিম অংশে অবস্থিত কলাগাছিয়া ইকো ট্যুরিজম পার্ক ও টহল ফাঁড়ি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি পর্যটন কেন্দ্র। লোকালয় পার হয়ে সুন্দরবনের পশ্চিম বনের ভিতর দিয়ে কলাগাছিয়া যাওয়ার সময় দুই ধারের সারি সারি বন মুগ্ধ করে। এটি উত্তর বেদকাশির কাছেই অবস্থিত। এখানে খুলনা থেকে সাতক্ষীরা হয়ে গেলে দেবহাটা নামক স্থানে আরো একটি দর্শনীয় স্থান রয়েছে সেটি হল বনবিবির বটগাছ এই গাছটি ওয়ার্ল্ড হেরিটেজ। খুলনা থেকে সাতক্ষীরার দেবহাটার বনবিবির বটগাছ ঘুরে কলাগাছিয়া ইকোট্যুরিজম পার্কে বাইকে করে একদিনে ঘুরে আসার বেট রূট হতে পারে।
No comments