খান মোহাম্মদ মৃধা জামে মসজিদ
খান মোহাম্মদ মৃধা জামে মসজিদ ঢাকার প্রাচীন একটি মসজিদ। পুরানো ঢাকার লালবাগের আতসখানা নামক স্থানে এই মসজিদটি রয়েছে।এই মসজিদটি ১৭০৬ খিস্টাব্দে খান মোহাম্মদ মৃধা প্রতিষ্ঠা করেন বলে তার নামে নামকরণ করা হয়।
মাটি থেকে ১৭ ফুট উপরে একটি প্ল্যাটফর্ম এর উপরে গম্বুজ বিশিষ্ট মসজিদ তৈরি করা হয়েছে। পুরো মসজিদটি তৈরি লাল ইট ও চুনাপাথর দিয়ে এই কারণেই মসজিদটির রং পোড়ামাটির মতো। পুরানো ঢাকার ঘিঞ্জি এলাকাযর ছোট ছোট অলিগলি, সব গা ঘেঁষা স্থাপনাগুলো দেখতে দেখতে এই মসজিদটি মধ্যে ঢুকলে চিন্তাধারায় পরিবর্তন দেখা দেয় কারণ এই মসজিদটি প্রচুর আলো বাতাস পূর্ণ।এই মসজিদ ও মাদ্রাসা ছাড়াও এর সামনে রয়েছে বড় একটি খোলা জায়গা এবং চারপাশে বিভিন্ন ধরনের সুন্দর গাছ মসজিদটিকে করে তুলেছে অদ্ভুত সুন্দর।
খান মোহাম্মদ মেধা জামে মসজিদটি প্রত্নতাত্ত্বিক মুঘল সাম্রাজ্যের প্রাচীন স্থাপনা। এ কারণে মসজিদটি আজও মুগলদের সাক্ষ্য বহন করে আসছে সাক্ষ্য বহন করে আসছে। তাই এখনও অলিগলিতে অনেক নতুন নতুন মসজিদের স্থাপনা হলেও প্রতিদিনই অনেক জমজমাট মুসল্লিদের ভিড়ে ও আকর্ষণীয়।
No comments