বায়তুল মোকাররম জামে মসজিদ
বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জামে মসজিদ। এটি ঢাকার পল্টনে অবস্থিত। ক্ষমতা ধরনের দিক দিয়ে বিশ্বে এই মসজিদটি অবস্থান ১০তম। ১৯৬০ সালে স্থাপতি আব্দুল হোসেন থারিয়ানি এটি তৈরি করে। মসজিদটি ৮তলা এই মসজিদটির আয়তন ২৬৯৪.১৯ বর্গমিটার এবং এর বড় গম্বুজটির উচ্চতা ৩০.১৮ মিটার। বিশাল আকারের এই মসজিদে বর্তমানে একত্রে ৪০,০০০ মুসল্লী একসাথে নামাজ আদায় করতে পারে। বায়তুল মোকাররম মসজিদটি একটি সুসজ্জিত সকলের কাছে আকর্ষণীয় ও ঐতিহ্যবাহী নিদর্শনের স্থাপনা।
No comments