কবি কৃষ্ণচন্দ্র মজুমদার সেনহাটি খুলনা

কবি কৃষ্ণচন্দ্র মজুমদার বাংলাদেশের সুনামধন্য কবি, সাহিত্যিক ও সাংবাদিক। বাংলাদেশের এই সুনামধন্য কবি আমাদের খুলনার  দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের  সেনহাটি গ্রামে ৩১ মে ১৮৩৭ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মানিকচন্দ্র মজুমদার।

তিনি পিতৃহীন হয়ে ঢাকার ওপারে আশ্রয় নেন এবং ফরাসি ভাষা শেখেন। অনেক আর্থিক সংকটের কারণে তার উচ্চশিক্ষা গ্রহণ করা হয়নি। তিনি মূলত কীর্তিপাশা জমিদার এর আর্থিক সহযোগিতায় জীবন যাপন করেছেন।  পরবর্তীতে  কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ১৮৫৪ সালে বরিশালের কীর্তিপাশা বাংলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।

কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউট

কবি কৃষ্ণচন্দ্র মজুমদার

  
তার শ্রেষ্ঠ গ্রন্থ হল  "সদ্ভাব শতক"
১৮৬০ সালের দিকে মাসিক মনোরঞ্জিকা ও কবিতাকুসুমাবলী নামক পত্রিকার সম্পাদক হিসেবে নিযুক্ত হন।
কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ১৯০৭ সালের ১৩ ই জানুয়ারি তার নিজ গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরবর্তীতে তার স্মৃতি বিজড়িত স্থান সেনহাটি তে তার ব্যবহৃত জিনিসপত্র এবং তার কবিতা সমূহ নিয়ে ১৯১৪ সালে কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউট প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়। জায়গাটি খুলনা শহর থেকে খুব কাছে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি বাজারের প্রাণকেন্দ্রে কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউটের অবস্থান। খুলনা শহর থেকে সড়ক পথে ১৩ কিলোমিটার আর নৌকা দিয়ে গেলে ৫ কিলোমিটার এর মত। সড়কপথে অটোরিকশা, রিকশা অথবা ভেন দিয়ে যাওয়া যায়। নৌপথ থেকে ছোট টলার নৌকা দিয়ে গেলে আশেপাশের মনোরম পরিবেশ দেখতে দেখতে খুব সহজেই ওখানে যাওয়া যায়।



কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউট

কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউট


কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউট



No comments

Portfolio Of Interior Architecture

অভ্যন্তরীণ আর্কিটেকচারের পোর্টফোলিও আমি সাকিব ইসমাইল  পেশায় একজন ইন্টেরিয়র আর্কিটেক্ট। ২০১৩ সালে SMUCT ইউনিভার্সিটি থেকে আমি আমার গ্রাজুয...

Theme images by chuwy. Powered by Blogger.