জড়বস্তুর জন্য ভালোবাসা_ Honda S110_Bistirno.
বিক্রি করে দেওয়া হল অনেকের অনেক স্মৃতি বিজড়িত ঐতিহাসিক মোটরসাইকেলটি। এই মোটরসাইকেলটি কেনা হয়েছিল ১৯৮০ সালের ডিসেম্বর মাসে, রেজিস্ট্রেশন করা হয় ১৯৮১ সালে। দীর্ঘদিন ব্যবহার না করার কারণে এটি আস্তে আস্তে অকেজো হয়ে যাচ্ছিল তাই একটি সার্ভিসিং করিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। উল্লেখ্য এর পারফরম্যান্স এখনো আগের মতই আছে।
এক জড়বস্তুর জন্য ভালোবাসা যেখানেই থাক ভাল থাক।
No comments